হোয়াইটওয়াশ এড়ানো নয়, ক্যারিবীয়দের দৃষ্টি ‘১০’ পয়েন্টে
শক্তিমত্তার বিচারে দুই দলে পার্থক্য থাকতে পারে, তবে ক্রিকেটে যেকোনো দলই খেলতে নামে জয়ের লক্ষ্যে। প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ, হেরে বসেছে সিরিজও। শেষ ম্যাচ জিতে অন্তত ১০ পয়েন্ট পেতে চায় ক্যারিবীয়রা।
এক ম্যাচ জিতে ১০ পয়েন্ট পাওয়ার খবরে অনেকে ভড়কে যেতে পারেন। আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ বা ওয়ানডে সুপার লিগের কারণে এখন এক জয় মানেই ১০ পয়েন্ট অর্জন। বাংলাদেশ যেমন টানা দুটি ম্যাচ জিতে ‘বিশে বিশ’ পূর্ণ করেছে। শেষ ম্যাচেও হারলে হোয়াইটওয়াশ হবে ক্যারিবীয়রা। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর প্রচেষ্টা বা ইচ্ছা নিশ্চয়ই আছে। তবে তার চেয়েও কয়েকগুণ বেশি ১০টি পয়েন্ট পাওয়ার আকাঙ্ক্ষা।
Also Read – ‘মধুর সমস্যা’য় সৌম্য, দলীয় সিদ্ধান্তের পক্ষে নন ফারুক
এই সিরিজ দিয়ে বাংলাদেশের মত ওয়ানডে সুপার লিগে যাত্রা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজও। দুই ম্যাচ শেষে এখনো দলটি পয়েন্টশুন্য। একসময়ের পরাশক্তি দলটি স্বভাবতই এই সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট চেয়েছিল। সেই ৩০ থেকে কমে এখন শেষ ম্যাচ জিতে ১০ পয়েন্ট পেতে চায় জেসন মোহাম্মদের দল।
দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা ৩০ পয়েন্টের জন্যই এসেছিলাম। এখনো ১০ পয়েন্ট নিয়ে যাওয়ার সুযোগ আছে। আমাদের মূল লক্ষ্য থাকবে এই ১০ পয়েন্ট অর্জন।’
সুপার লিগের শীর্ষ আটটি দল জায়গা করে নেবে ২০২৩ বিশ্বকাপের মূলপর্বে। বাকিদের খেলতে হবে বাছাইপর্ব। দুর্বল দল পাঠিয়ে এখন নিশ্চয়ই অনুশোচনা হচ্ছে ক্যারিবীয় বোর্ডের। সিমন্স অবশ্য পর্যায়ক্রমে উন্নতির ছাপ দেখছেন।
তিনি বলেন, ‘১২০ রান থেকে সেদিন ১৪০ রান করলাম। আমাদের এখন্ম ২৩০ বা ২৫০ রানের মত করতে হবে। তাতে প্রতিদ্বন্দ্বিতা হবে, বোলাররা রসদ নিয়ে লড়তে পারবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।