জোড়া সেঞ্চুরির ম্যাচে রহমতে ম্লান স্টার্লিং, সিরিজ জিতল আফগানিস্তান
আবুধাবিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। রহমত শাহের দুর্দান্ত শতকে ম্লান হয়ে গেছে পল স্টার্লিংয়ের শতক।
রবিবার (২৪ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১২৮ রান করেন স্টার্লিং। ১৩২ বলের মোকাবেলায় হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। ক্যারিয়ারের ১০ম শতক হাঁকানোর দিনে সতীর্থদের কাঙ্ক্ষিত সঙ্গ পাননি স্টার্লিং।
Also Read – চট্টগ্রাম টেস্টের স্মৃতি নিয়ে ক্যারিয়ারের ‘শেষ’ দেখছেন ম্যাক্সওয়েল
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে কার্টিস ক্যামফারের ব্যাট থেকে। এছাড়া হ্যারি টেক্টর ২৪ রান করেন। আফগানিস্তানের পক্ষে নাভিন উন হক চারটি, মুজিব উর রহমান তিনটি এবং গুলবাদিন নাইব ও রশিদ খান একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান পায় আফগানিস্তান। তবে ৩১ রান করে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমানউল্লাহ গুরবাজ ও ১৬ রান করে জাভেদ আহমাদি বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় ৪৮ রানে ২ উইকেট হারানো আফগানরা।
এরপর প্রতিরোধ গড়ে তোলেন রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদী। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৮৪ রানের অনবদ্য পার্টনারশিপ। ১০০ বলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৮২ রান করে হাশমতউল্লাহ সাজঘরে ফিরলে ভেঙে যায় দুজনের জুটি।
তবে শতক পূর্ণ করতে ভুলেননি রহমত। ১০৯ বলে ১০৩ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ১০টি চার ও ২টি ছক্কা হাঁকানো রহমত। ১৩ বলে ২১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আসগর আফগান।
ম্যাচের সেরা খেলোয়াড় নিরবাচিত হয়েছেন রহমত শাহ।
সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড : ২৫৯/৯ (৫০ ওভার)
স্টার্লিং ১২৮, ক্যামফার ৪৭
নাভিন ৪২/৪, মুজিব ৪৬/৩
আফগানিস্তান : ২৬০/৩ (৪৫.২ ওভার)
রহমত ১০৩*, হাশমতউল্লাহ ৮২
ক্যামফার ২৮/১, সিমি ৪৪/১
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।