বুকে ব্যথা নিয়ে আবারো হাসপাতালে ভর্তি সৌরভ
বুকে ব্যথা নিয়ে এক মাসে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হল সৌরভ গাঙ্গুলিকে। নতুন বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে জটিল চিকিৎসা নেওয়া সৌরভ বুধবার (২৭ জানুয়ারি) আবার অসুস্থ হয়ে পড়েন।
সৌরভের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন সৌরভ। বুধবার দুপুরে বুকের ব্যথা আরও বেড়ে যায়। পরিবারের সদস্যরা ঝুঁকি না নিয়ে তৎক্ষনাৎ সৌরভকে হাসপাতালে নিয়ে যান।
Also Read – আইপিএলের নিলামের দিনক্ষণ চূড়ান্ত
বর্তমানে গ্রিন করিডোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌরভ। তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডল। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন বিসিসিআইয়ের সভাপতি।
এর আগে গত ২ জানুয়ারি সকালে কলকাতার নিজ বাড়িতে ব্যায়াম করার সময় অচেতন হয়ে পড়েন সৌরভ। জ্ঞান ফিরে এলে তড়িঘড়ি করে যোগাযোগ করেন পারিবারিক চিকিৎসকের সাথে। তার পরামর্শে সৌরভকে ভর্তি করা হয় ডল্যান্ডস হাসপাতালে।
এরপর সৌরভের হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। তিনটি আর্টারি ব্লকের মধ্যে একটি আর্টারি ৯০ শতাংশ ব্লক ছিল, এই ব্লকে এঞ্জিওপ্লাস্টি করা হয়। বাকি দুটি আর্টারিতে ৭০ শতাংশ করে ব্লক, যার চিকিৎসা কয়দিন পরই হওয়ার কথা ছিল। আগের দফা হাসপাতাল ছাড়ার সময় সৌরভ নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করলেও আবারো বুকের ব্যথা কাবু করেছে তাকে।