প্লেস্টোর থেকে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ১ মার্চ থেকে বাজি ধরার অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তাই বলে এই সুযোগ বিশ্বের সব দেশে মিলবে না। যেসব দেশে ও অঙ্গরাজ্যে এই ধরনের অ্যাপ ব্যবহারের আইনি বৈধতা আছে শুধু সেসব দেশেই এসব জুয়া খেলার অ্যাপ ডাউনলোড করা যাবে। ১৯টি দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বেলজিয়াম, কলম্বিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, জাপান, মেক্সিকো, নরওয়ে, রোমানিয়া, স্পেন, সুইডেন, ব্রাজিল, ফ্রান্স ও আয়ারল্যান্ড।
যেসব দেশে বাজি ধরার অনুমতি নেই, সেখানে এসব অ্যাপ প্লেস্টোর থেকে নামানো যাবে না। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপগুলোকে স্থানীয় আইন মেনে চলতে হবে।
সূত্র : ম্যাশেবল