আবেদন করলে মুস্তাফিজের ছুটি বিবেচনা করবে বিসিবি
আইপিএলের জন্য জাতীয় দল থেকে ছুটি নিয়ে হইচই বাঁধিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। আইপিএল চলাকালে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থাকবে, যেখানে খেলতে হবে দুটি টেস্ট। সাকিব বোর্ডের কাছে আবেদন করে শ্রীলঙ্কা সফর থেকে নিয়েছেন ছুটি।
সাকিবের এই ছুটি গ্রহণ নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল কি না- এই প্রশ্ন তুলেছেন অনেকে। আইপিএলে শুধু সাকিবই নন, খেলবেন মুস্তাফিজুর রহমানও। নিকট অতীতে টেস্ট দলে ব্রাত্য হয়ে পড়লেও এখন তাকে নিয়েই টেস্টের পেস অ্যাটাকের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মুস্তাফিজ থাকবেন শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজের বিবেচনায়ও।
Also Read – বাংলাদেশে এশিয়া লিজেন্ডস ট্রফি আয়োজনের পরিকল্পনা এইসের
কিন্তু প্রশ্ন উঠছে- সাকিব আইপিএলের জন্য জাতীয় দল থেকে ছুটি পেলে মুস্তাফিজও পাবেন কি না। সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবের আবেদন ফেলা বোর্ডের জন্য দুরূহ ব্যাপার। সেদিক থেকে ‘নতুন’ না হলেও অন্তত সিনিয়র নন মুস্তাফিজ। তাই বলে বোর্ডের কাছে নিজের চাহিদা জানানোর সুযোগ হারাচ্ছেন না তিনি।
সাকিবকে ছুটি দেওয়ায় বোর্ড ভেবেছে, ছুটি চাইলে মুস্তাফিজকেও সাকিবের মত ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। অন্তত দরজা খোলাই রাখা আছে মুস্তাফিজের জন্য।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও জানালেন সে কথা। মুস্তাফিজ আবেদন করলে বোর্ড তা বিবেচনা করবে জানিয়ে বলেন, ‘সেটা বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। আবেদন করলে তখন আমরা বিবেচনা করব।’
আইপিএল শুরু হবে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে মে মাসে। এবারের আইপিএলে সাকিবকে দলে নিয়েছে তার প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে কিনেছে রাজস্থান রয়্যালস।