রফিকের ঘূর্ণি-জাদুতে লিজেন্ডস ট্রফির চ্যাম্পিয়ন পাইলটরা
লিজেন্ড চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন একমি স্ট্রাইকার্স। শনিবার (২০ ফেব্রুয়ারি) আসরের ফাইনাল ম্যাচে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন এক্সপো রাইডার্সকে ৩০ রানে হারিয়েছে পাইলটের দল।
জয়ের বড় অবদান মোহাম্মদ রফিকের। কিংবদন্তি এই সাবেক স্পিনার একাই শিকার করেছেন ৫ উইকেট।
Also Read – আবেদন করলে মুস্তাফিজের ছুটি বিবেচনা করবে বিসিবি
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে একমি স্ট্রাইকার্স। নির্ধারিত ৭০ বলে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান জড়ো করে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন এহসানুল হক। ২৭ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহমান। শানিয়ান তাহিম ও ফয়সাল হোসেন ডিকেন্স ৩টি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে রফিকের বোলিং তোপে পড়ে এক্সপো রাইডার্স। দলের কেউই ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ১৯ রান দিয়ে রফিক শিকার করেন ৫ উইকেট। এছাড়া দুটি উইকেট শিকার করেন হাসিবুল হোসেন শান্ত। নির্ধারিত ৭০ বলে ৮ উইকেট হারিয়ে দল জড়ো করে ৭৪ রান।
ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন রফিক। সেরা ব্যাটসম্যান হয়েছেন জাভেদ ওমর বেলিম, ৩ ফিফটিতে রান করেছেন ২৪৫ রান।
সংক্ষিপ্ত স্কোর (ফাইনাল)
টস : একমি স্ট্রাইকার্স
একমি স্ট্রাইকার্স : ১০৪//৮ (৭০ বল)
এহসানুল ৪৪, মুশফিকুর ২৭*
শানিয়ান ১৪/৩, ডিকেন্স ৩৩/৩
এক্সপো রাইডার্স : ৭৪/৮ (৭০ বল)
আফরোজ ১২, তালহা ১১
রফিক ১৯/৫, শান্ত ১১/২
ফল : একমি স্ট্রাইকার্স ৩০ রানে জিতে চ্যাম্পিয়ন।