রান খরা কাটাতে চুল কেটেছেন সাকিব!
অ্যাথলেটদের চুলের স্টাইল নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা আর মাতামাতি নতুন কিছু নয়। তবে সাকিব আল হাসানের চুল নিয়ে বিগত কয়েক মাসে যেন একটু বেশিই মাতামাতি ছিল ভক্ত-সমর্থকদের মধ্যে। প্রথমবার সাকিব চুল বড় করেছিলেন, তা দেখে তার অনেক ভক্তও চুল বড় রাখা শুরু করেন।
তবে নতুন বছরে সাকিবের চুলের স্টাইলে আসে পরিবর্তন। হুট করে ফের ছোট চুলধারী সাকিবকে দেখা যায়। এতদিন পর সাকিব জানালেন তার চুল কাটানোর কারণ।
Also Read – মালিঙ্গার অনুপস্থিতিতে নতুন অধিনায়কের অধীনে শ্রীলঙ্কা
করোনাকালের শুরুর দিকে সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। লকডাউনের কারণে অনেকদিন যেতে পারেননি সেলুন বা পার্লারে। এই সুযোগে চুল বড় রাখা শুরু করেন। সাকিবকে বড় চুলে দেখে ভক্তরাও পুলকিত হন। এরপর নিষেধাজ্ঞা চলাকালে বিকেএসপিতে নিবিড় অনুশীলন, ফিটনেস টেস্ট বা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ- সবখানেই লম্বা চুলের অধিকারী সাকিবকে দেখা গেছে।
সেই চুলে সাকিবকে মানিয়েছিলও বেশ। তাহলে কেন চুল কাটলেন? সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে ফেসবুক লাইভে এসে সেই কারণ খোলাসা করেন সাকিব।
তিনি জানান, বন্ধুদের কথায়ই কেটেছেন চুল। কারণ বন্ধুদের ধারণা ছিল, লম্বা চুলের কারণেই সাকিব রান খরায় ভুগছিলেন!
সাকিব বলেন, ‘চুল কেটেছি কারণ আমার বন্ধুরা বলেছে, এটার জন্য রান হচ্ছিল না তাদের ধারণা। রানের জন্য চুলটা কাটতে হয়েছে আমার।’
চুল কাটার পর সাকিব অবশ্য রানের দেখা পেয়েছেন! ক্যারিবীয় সিরিজে বল হাতে উজ্জ্বল তো ছিলেনই, ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন।