নিউজিল্যান্ডে দুই-তিনজন ক্রিকেটারের উপর নির্ভর করে জেতা সম্ভব নয় : তাসকিন
নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে ফেব্রুয়ারিতেই দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সেখানে গিয়ে কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। আর সেটির জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।
Also Read – আইপিএলে খেলতে যাওয়ার ইস্যুতে মুস্তাফিজকে পরিস্কার বার্তা পাপনের
প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড করোনামুক্ত হয়েছে আরও আগেই। তবে করোনাভাইরাস নিয়ে বেশ সতর্ক দেশটির সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে নিউজিল্যান্ডের বাইরে থেকে কেউ প্রবেশ করলে তাদের জন্য ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্যতিক্রম নয় ক্রিকেটের ক্ষেত্রেও।
বর্তমানে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদেরও ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। আগামী মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেখানেও ক্রিকেটারদের ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে।
যদিও কোয়ারেন্টিনে থাকার অভ্যাস বাংলাদেশের ক্রিকেটারদের থাকলেও নিউজিল্যান্ডে নিয়মটা একটু ভিন্ন। আর তাই আগেই মানসিকভাবে প্রস্তুত থাকার কথা জানালেন পেসার তাসকিন।
“এটা আসলে মানসিকভাবে কঠিন চ্যালেঞ্জ, এরকম পরিস্থিতিতে আগে কখনো থাকা হয়নি। যদিও আমরা শেষ দুইটা সিরিজ বা টুর্নামেন্টে সব কিছু জৈব সুরক্ষা বলয়ে থেকেই খেলেছি কিন্তু এটা একটু ভিন্ন হবে, সম্পূর্ণ ৬ দিন একই রুমে বন্দী এবং নিজেরই সবকিছু করা। তারপর হয়ত কোয়ারেন্টিন শেষ হলে অনুশীলন শুরু হবে। মানসিকভাবে শক্ত থাকাটা আমাদের জন্য জরুরি এবং ভিন্ন অভিজ্ঞতাও হবে।”
তিনি আরও যোগ করেন, “আসলে বায়ো বাবলে অনেকটা অভ্যাস হইছে। তাও দেখা যায় যে ৬ দিন হাউজ কিপার ছাড়া থাকা। কিন্তু আমরা পারব নরমালি ক্যাম্প করার অভ্যাস থাকে। তো সবকিছু মানিয়ে নিতে পারব।”
ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে না সাকিব আল হাসান। তার অনুপস্থিতি নিয়ে না ভেবে পরিকল্পনা অনুযায়ী নিজেদের কাজটা করতে চান তাসকিন। সেই সাথে তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশনে একজন ক্রিকেটারের উপর নির্ভর করলে জেতা সম্ভব নয়।
“না আসলে যদি মিস করে এটা মানে ওর জায়গায় যারা বদলি হিসেবে খেলবে তারাও তাদের সেরাটা দিয়েই খেলবে। দিনশেষে আমাদের প্রোপার এক্সিকিউট করাটার গুরুত্বপূর্ণ। আমরা যদি সেটা করতে পারি তাহলে হয়ত ভালো করা সম্ভব। কারণ দুই তিন জন প্লেয়ার ম্যাটার করবে না ওদের কন্ডিশনে কারণ এটা টিম গেম। দিনশেষে যারা ভালো করবে ওরাই এগিয়ে থাকবে।