নিয়োগের ‘৩’ দিনের মাথায় ভাসের পদত্যাগ
শ্রীলঙ্কার পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার মাত্র ৩ দিনের মাথায় পদত্যাগ করেছেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী পেসার চামিন্দা ভাস। পারিশ্রমিক নিয়ে অসন্তোষের কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
ভাসের এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে এসএলসির তরফ থেকে বলা হয়-
Also Read – হাফিজের তাণ্ডবের সামনে ম্লান গেইল-ঝড়
‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভাসের হঠাৎ নেওয়া এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে আমরা হতবাক। ব্যক্তিগত অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখে ক্যারিবিয়ান সফরের আগে তার নেওয়া এই সিদ্ধান্ত আমাদের বিপদে ফেলল।’
ভাস অবশ্য কোনো কিছুই খোলাসা করে বলেননি। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ‘এসএলসির কাছে আমি আবেদন করেছি এবং তারা মেনে নিয়েছে। এই মুহূর্তে শুধু এটুকুই বলতে পারছি। সুবিচার হবেই।’
এই মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ক্যারিবীয় সফরে যাওয়ার আগে দলের কোচিং স্টাফে পরিবর্তন এনে লাসিথ মালিঙ্গাদের বোলিং কোচ হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক এই লঙ্কান ক্রিকেটারকে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ডেভিড সাকের। এতদিন শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলনও করেন এই কোচ। তবে হুট করেই এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন সাকের। মূলত পারিবারিক কারণে শ্রীলঙ্কা দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন তিনি। ডেভিড সাকেরের পদত্যাগ পত্র জমা পাওয়ার পরই দেশটির সাবেক ফাস্ট বোলার চামিন্ডা ভাসকে লঙ্কানদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড।
I made a humble request to SLC and they turned it down.
That’s all I can say at the moment.
Justice will prevail!— Chaminda Vaas (@chaminda_vaas) February 22, 2021