নিউজিল্যান্ডে নিজের শতভাগ উজাড় করে দিতে চান সাইফউদ্দিন
নিউজিল্যান্ডের মাটিতে খেলতে বিকেলে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছেন বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আগেরবার নিউজিল্যান্ড সফরের আগে সেখানকার কন্ডিশনকে মাথায় রেখে দেশে অনুশীলন করলেও এবার সেটি হয়নি। বাংলাদেশে প্রস্তুতি না নিয়ে নিউজিল্যান্ডই অনুশীলন করবে ক্রিকেটাররা। ক্রিকেটারদের অনুশীলনের কথায় মাথায় রেখে পেছানো হয়েছে দুই দলের মধ্যকার সিরিজের সূচিও।
Also Read – কোনোদিন যা অর্জন করতে পারিনি, এবার যেন পারি : তামিম
শেষ সফরে বল হাতে অতোটা উজ্জ্বল ছিলেন না সাইফউদ্দিন। তিন ম্যাচে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তবে ব্যাট হাতে ৩১.৩৭ গড়ে ৯৫ রান করেছিলেন এই পেস অলরাউন্ডার। এবার দেশে অনুশীলন না করলেও নিজের মতো করে নিউজিল্যান্ডের কন্ডিশনকে মাথায় প্রস্তুতি সেরেছেন সাইফউদ্দিন।
“ইন শাহ আল্লাহ্, যদিও আমরা দুই সপ্তাহ সময় পাব প্রস্তুতির জন্য। কোচিং স্টাফদের সহায়তা নিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।”
তিনি আরও যোগ করেন, “আলহামদুলিল্লাহ। শেষ যে কয়েকদিন যেখানে ছিলাম নিউজিল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে অনুশীলন করেছি, বিশেষ করে পেস বান্ধব উইকেট নিয়ে। এই কয়েকদিন ফেনিতে ছিলাম, সেখানেও অনুশীলন করেছি। সবমিলিয়ে আমার প্রস্তুতি ভালো”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে পুরো সিরিজ খেলা হয়নি সাইফউদ্দিনের। তিন ম্যাচের সিরিজে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন তিনি। সুযোগ পেয়ে বল হাতে তিন উইকেট লাভ করেছেন এবার। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো কিছু করতে হলে যে নিজের সেরাটাই দিতে হবে সেটা বেশ ভালোভাবেই জানেন এ পেস অলরাউন্ডার।
“অবশ্যই, বোলিং আমার প্রথম স্কিল, এটা নিয়ে আমি বেশ সিরিয়াস। আশা করছি, ভালো কিছু হবে এবার। ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা ভাবছি না। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে সেটাই করবে। সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী, সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।”
উল্লেখ্য, দুই দলের মধ্যকার সিরিজটি শুরু হবে আগামী ২০ মার্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলে দুই দল মাঠে নামবে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে।