‘অবশ্যই ভালো কিছু হবে’- সৌম্যর কণ্ঠভরা আত্মবিশ্বাস
সৌম্য সরকারের ব্যাট যেন হাসছেই না। তার ব্যাট থেকে সর্বশেষ ফিফটি এসেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তেমন কিছু করতে হয়নি, তবে দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেয়ে ব্যর্থ ছিলেন দুই ইনিংসেই।
তবে পেছনের ব্যর্থতা ভুলে সৌম্য নিউজিল্যান্ড সফরে ভালো করতে মুখিয়ে আছেন। গুরুত্বপূর্ণ এই সফরকে সামনে রেখে দেশ ছাড়ার আগে এই ব্যাটিং অলরাউন্ডার আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন- নিউজিল্যান্ডে এবার ভালো খেলবে বাংলাদেশ।
Also Read – ৩৬ রানে অল-আউটে লজ্জার কিছু নেই : কোহলি
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিক অনুশীলন করবে নিউজিল্যান্ডের মাটিতে। তার আগের প্রস্তুতিটা কেবল মানসিক। তবে সৌম্য দেখছেন শারীরিক তথা ক্রিকেটীয় প্রস্তুতিও।
বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে।’
নিউজিল্যান্ডে কখনোই বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি। নিউজিল্যান্ড সফরের কথা মনে এলেই তাই হতাশার গ্লানিতে মুখ লুকাতে হয় টাইগার সমর্থকদের। নিউজিল্যান্ডে ভালো করা অবশ্য বিশ্বের যেকোনো দলের জন্যই কঠিন, যখন খেলা স্বাগতিক দলের বিপক্ষে। বউম অবশ্য ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী।
তিনি বলেন, ‘অবশ্যই, এবার যেন আমরা সেটা ভাঙ্গতে পারি, জিতে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে।’