অর্জুনকে ঘিরে ‘নেপোটিজম’ বিতর্ক, মুখ খুললেন শচীন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মত ডাক পেয়েছেন অর্জুন টেন্ডুলকার। বাকি কোনো দল তাকে কিনতে আগ্রহী না হলেও অর্জুনকে কিনেছে তার বাবা শচীন টেন্ডুলকারের প্রাক্তন দল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই অনেকে তুলেছেন স্বজনপ্রীতির অভিযোগ।
পেস বোলিং অলরাউন্ডার অর্জুন তার গতি দিয়ে তেমন নজর কাড়তে পারেননি। মুম্বাই সিনিয়র দলে জায়গা পাওয়ার ব্যাপারেও অনেকে বলেন- কেবল শচীন-পুত্র বলেই তিনি দলে সুযোগ পাচ্ছেন। এবার যখন সরাসরি আইপিএলেই দল পেয়েছেন, ফিসফাস হওয়াটাই স্বাভাবিক।
Also Read – দেশের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন রশিদ
যেখানে অনেক বড় তারকা দল পাননি, সেখানে অর্জুনের দল পাওয়া একটু বিস্ময়করই বটে। তবে খেলোয়াড় ও মেন্টর হিসেবে যে শচীন অনেক অবদান রেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে, সেই শচীন-পুত্রকে তো মুম্বাইয়েই সবচেয়ে ভালো মানায়। তাতেও অবশ্য সমালোচকদের মুখ বন্ধ রাখা যাচ্ছে না।
তবে যারা নেপোটিজমের অভিযোগ তুলেছেন, তাদের উদ্দেশে এবার বার্তা দিয়েছেন খোদ শচীন। তিনি জানিয়েছেন, খেলার সময় কারও কোনো সম্পর্ক বা প্রভাবই বিরাজ করে না।
শচীন বলেন, ‘আমরা যখনই ড্রেসিংরুমে ঢুকে যাই, তখন তুমি কোথা থেকে এসেছ, দেশের কোন অংশের মানুষ, তা একেবারেই গুরুত্ব পায় না। মাঠে এটা সবার ক্ষেত্রেই সমান। মাঠে তোমার পারফরম্যান্স ছাড়া খেলাধুলোয় কোনো বিষয় গুরুত্ব পায় না।’
অর্জুনকে আইপিএলের গত আসরে দেখা গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের সাথে। নেট বোলার হিসেবে দলটির সাথে থাকার অভিজ্ঞতা হয়েছিল। এবার থাকবেন খেলোয়াড় হিসেবে, মাতাবেন ২২ গজ। ১৪তম সংস্করণের নিলামে সর্বশেষ ক্রিকেটার হিসেবে অর্জুনকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ছাড়া আর কেউ অবশ্য তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। ফলে ভিত্তিমূল্যের ২০ লাখ রুপি দামেই তিনি খেলবেন আইপিএলে।