চার-ছক্কার ফুলঝুরির ম্যাচে অস্ট্রেলিয়ার নাটকীয় পরাজয়
ডানেডিনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ৪ রানের ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান জড়ো করে নিউজিল্যান্ড। ব্যাট হাতে এদিন উন্মত্ত ছিলেন মার্টিন গাপটিল ও জিমি নিশাম।
Also Read – বল উজ্জ্বল করতে ট্রাউজারে সমাধান খুঁজল বাংলাদেশ
ওপেনিংয়ে নামা গাপটিল মাত্র ৩ রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পাননি। তবে ৯৭ রানের ইনিংস গড়েছেন মাত্র ৫০ বলে, হাঁকিয়েছেন ৬টি চার ও ৮টি ছক্কা। এছাড়া ৩৫ বলে ৫৩ রান আসে অধিনায়কের উইলিয়ামসনের ব্যাট থেকে। ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তার চেয়েও বেশি বিধ্বংসী ছিলেন ১৬ বলে ৪৫ রান করা জিমি নিশাম, যিনি ১টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট শিকার করেন কেন রিচার্ডসন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে সফরকারী দল। ম্যাথু ওয়েড ভালো শুরুর ইঙ্গিত দিলেও ১৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন। সুবিধা করতে পারেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চও। ১৪ বলের মোকাবেলায় তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। থিতু হতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও। জশ ফিলিপ ৪৫ রান করে ফিরেন প্যাভিলিয়নে।
এরপর একপ্রান্ত আগলে রাখেন মার্কাস স্টয়নিস। অ্যাশটন অ্যাগার ও মিচেল মার্শ শূন্য রানে ফিরে গেলে স্টয়নিসের মারকুটে ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখেন ড্যানিয়েল স্যামস। ৭ম উইকেটে গড়েন ৯৪ রানের পার্টনারশিপ। এতে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরা অজিরা। তবে শেষপর্যন্ত জয় তুলে নিতে পারেনি। স্টয়নিস ৭ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৭৮ এবং স্যামস ২ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৪১ রান করে আউট হন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান, অজিরা ১০ রান জড়ো করতে সমর্থ হয়, ৮ উইকেট হারিয়ে।
কিউইদের পক্ষে ৪টি উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। এছাড়া দুটি উইকেট পান জিমি নিশাম। গাপটিল পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড : ২১৯/৭ (২০ ওভার)
গাপটিল ৯৭, উইলিয়ামসন ৫৩, নিশাম ৪৫*
রিচার্ডসন ৪৩/৩, জাই ৩৯/১
অস্ট্রেলিয়া : ২১৫/৮ (২০ ওভার)
স্টয়নিস ৭৮, ফিলিপ ৪৫, স্যামস ৪১
স্যান্টনার ৩১/৪, নিশাম ১০/২
ফল : নিউজিল্যান্ড ৪ রানে জয়ী।