অপমানে পিসিবির চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন হাফিজ
রয়েছেন ফর্মের তুঙ্গে, যেন ৪০ বছর বয়সেই মোহাম্মদ হাফিজ পার করছেন ক্যারিয়ারের সেরা সময়। তবে দারুণ ফর্মে থেকেও বোর্ড থেকে প্রত্যাশিত মূল্যায়ন পেলেন না। আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ।
অভিজ্ঞ ও তারকা এই ক্রিকেটার টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে আলো ছড়াচ্ছেন নিয়মিতই। গত বছর তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। এরপর মাসিক ১ লাখ রুপি ক্যাটাগরিতে বোর্ড তাকে চুক্তিবদ্ধ করতে চাইলেও তিনি রাজি হননি।
Also Read – চার-ছক্কার ফুলঝুরির ম্যাচে অস্ট্রেলিয়ার নাটকীয় পরাজয়
এবার অবশ্য কেন্দ্রীয় চুক্তিতেই ঠাই পেয়েছিলেন, তবে তা সবচেয়ে নিচের ক্যাটাগরিতে। অভিমান ও অপমানে হাফিজ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনই দাবি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর।
২০২০-২১ মৌসুমের জন্য হাফিজকে ‘সি’ ক্যাটাগরিতে রেখে চুক্তি করতে চেয়েছে পিসিবি। হাফিজ সেই চুক্তি ভদ্রভাবেই ফিরিয়ে দিয়েছেন। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান হাফিজের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও তার মতামতে সম্মান জানিয়েছেন। আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও পাকিস্তানের হয়ে ভালো খেলবেন হাফিজ।
তিনি বলেন, ‘হাফিজ পুরো মৌসুম ধরে আমাদের অন্যতম পারফর্মার। আশা করি আফ্রিকার মাঠেও তার পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
এ বছর পিসিবির চুক্তির ক্যাটাগরিতে উত্থান ঘটছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলমের। ঘরোয়া চুক্তি থেকে ফাওয়াদ আসছেন ‘সি’ ক্যাটাগরিতে। আর এক ধাপ উত্থান ঘটে সর্বোচ্চ পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে নাম লেখাবেন রিজওয়ান, যেখানে আগে থেকেই আছেন বাবর আজম, আজহার আলী ও শাহীন আফ্রিদি।