রোড সেফটি টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলবেন সুজন-পাইলটরা
করোনার কারণে অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের দল নাম প্রত্যাহার করায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ আয়োজিত ২০২১ সালের রোড সেফটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের দল। সেই দলে খেলবেন মোট ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার।
১৪ জন ক্রিকেটারের মধ্যে ১১ জনের নাম ইতোমধ্যে জানা গেছে। তারা হলেন- মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ।
Also Read – তীব্র সমালোচনার মুখে মোদি স্টেডিয়ামের পিচ, টুইটারে নিন্দার ঝড়
টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ৫ মার্চ ভারত লিজেন্ডসের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ডসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সাবেকদের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। গত বছর শুরু হয়েছিল এ টুর্নামেন্টের প্রথম আসর। কিন্তু চার ম্যাচ আয়োজন করার পর মহামারী করোনার কারণে বন্ধ হয়ে যায় ক্রিকেট। সেই আসরের বাকি ম্যাচগুলো রায়পুরের ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস। আরও খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। করোনা মহামারীর কারণে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।
একনজরে টুর্নামেন্টের সূচি
তারিখ | ম্যাচ |
৫ মার্চ, শুক্রবার | ভারত বনাম বাংলাদেশ |
৬ মার্চ, শনিবার | শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ |
৭ মার্চ, রবিবার | ইংল্যান্ড বনাম বাংলাদেশ |
৮ মার্চ, সোমবার | দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা |
৯ মার্চ, মঙ্গলবার | ভারত বনাম ইংল্যান্ড |
১০ মার্চ, বুধবার | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা |
১১ মার্চ, বৃহস্পতিবার | ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা |
১২ মার্চ, শুক্রবার | বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ |
১৩ মার্চ, শনিবার | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা |
১৪ মার্চ, রবিবার | শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড |
১৫ মার্চ, সোমবার | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ |
১৬ মার্চ, মঙ্গলবার | ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ |
১৭ মার্চ, বুধবার | প্রথম সেমিফাইনাল |
১৮ মার্চ, শুক্রবার | দ্বিতীয় সেমিফাইনাল |
২১ মার্চ, রবিবার | ফাইনাল |