ইতিহাস গড়ে ‘২’ দিনেই ভারতের অবিস্মরণীয় জয়
আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড মাত্র ২ দিনেই দিবারাত্রির টেস্টে পরাজিত করেছে স্বাগতিক ভারত। এই জয়ে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল। এর আগে ইতিহাসে ২ দিনে টেস্টের ফল নির্ধারণের নজির আছে ২১টি।
ব্যাটিংয়ের জন্য দুরূহ এই পিচে ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। এই ম্যাচের পরাজয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হল ইংলিশদের।
Also Read – রোড সেফটি টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলবেন সুজন-পাইলটরা
লো স্কোরিং ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ড জড়ো করে ১১২ রান। জবাবে ৩৩ রানের লিড পাওয়া ভারত গুটিয়ে যায় ১৪৫ রানে, তার আগে প্রথম দিনেই হারায় ৩ উইকেট। ম্যাচের দ্বিতীয় দিনেই যে সমাপ্তি ঘটবে, তা ভাবেননি কেউই। দ্বিতীয় ইনিংসে ভয়ানক ব্যাটিং বিপর্যয় ঘটে ইংল্যান্ডের। অক্ষর পেটেল ও রবিচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে ৮১ রানে গুটিয়ে গেলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৯ রান, যা রোহিত শর্মা (২৫ রান) ও শুবমান গিল (১৫) ছুঁয়ে ফেলেন সবকটি উইকেট হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর
টস : ইংল্যান্ড
ইংল্যান্ড ১ম ইনিংস – ১১২
ক্রোলি ৫৩, রুট ১৭
অক্ষর ৩৮/৬, অশ্বিন ২৬/৩
ভারত ১ম ইনিংস- ১৪৫
রোহিত ৬৬, কোহলি ২৭
রুট ৮/৫, লিচ ৫৪/৪
ইংল্যান্ড ২য় ইনিংস- ৮১
স্টোকস ২৫, রুট ১৯
অক্ষর ৩২/৫, অশ্বিন ৪৮/৪
ভারত ২য় ইনিংস- ৪৯/১০ (৭.৪ ওভার)
রোহিত ২৫*, গিল ১৫*
ফল- ভারত ১০ উইকেটে জয়ী
সিরিজ : ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।