সব ধরনের ক্রিকেট থেকে অবসরে ইউসুফ পাঠান
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান। জাতীয় দলে দীর্ঘদিন ধরে ব্রাত্য থাকলেও আইপিএলের মত আসরগুলো মাতিয়েছেন বহুদিন। তবে আর কখনো খেলোয়াড়ি ভূমিকায় দেখা যাবে না তাকে।
ভারত জাতীয় দলের হয়ে ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইউসুফ। এছাড়া আইপিএলে খেলেছেন ১৭৪টি ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদের মত জনপ্রিয় দলের হয়ে খেলেছেন।
Also Read – ‘ইংল্যান্ডে এসো, তোমারদের চেয়ে ভালো উইকেট দিব’
২০১২ সাল পর্যন্ত দাপটের সাথেই ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন ইউসুফ। তবে একসময় নির্বাচকদের ভাবনার আড়ালে যেতে হয় তাকে। ২০১০ সালে আইপিএলে ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি, যা এখনো বিশ্বের জনপ্রিয় আসরটির দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড হিসেবে অক্ষুণ্ণ আছে। জনপ্রিয় এই ক্রিকেটার খেলেছেন বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগেও।
বিদায়ের ঘোষণা দিয়ে ইউসুফ বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল, কোচ ও পুরো দলকে তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই। ভারতকে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের ব্যাপার ছিল। আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি, সব ধরনের ক্রিকেট থেকে। জীবনের নতুন অধ্যায়েও অবশ্য আপনাদের আনন্দ দিব।’
I thank my family, friends, fans, teams, coaches and the whole country wholeheartedly for all the support and love. #retirement pic.twitter.com/usOzxer9CE
— Yusuf Pathan (@iamyusufpathan) February 26, 2021