দল না পেয়ে মুস্তাফিজদের লিয়াজোঁ অফিসারের দায়িত্বে সোধি
এবারের আইপিএলে দল পাননি কিউই স্পিনার ইশ সোধি। তাই বলে আইপিএল থেকে দূরে থাকতে হচ্ছে না। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের দলে তিনি কাজ করবেন লিয়াজোঁ অফিসার হিসেবে!
লিয়াজোঁ অফিসারের কাজটা সোজাই- দলের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করা অর্থাৎ অনেকটা সমন্বয়ের কাজ করা। একজন ক্রিকেটার লিয়াজোঁ অফিসার হতেই পারেন, তবে সাধারণত অবসরের পর। সোধি আইপিএলে উপস্থিত থাকতে এতটাই মরিয়া যে, খেলোয়াড়ি জীবনেই বেছে নিয়েছেন লিয়াজোঁ অফিসারের দায়িত্ব।
Also Read – ক্ষুদ্রতম ম্যাচের রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্ট
বিষয়টি নিশ্চিত করেছেন সোধি নিজেই। ভারতীয় বংশোদ্ভূত এই কিউই লেগ স্পিনার বলেন, ‘রাজস্থান রয়্যালস অনেক উদ্ভাবনী ও আধুনিক একটি ফ্র্যাঞ্চাইজি, তারা উপভোগ্য ক্রিকেট উপহার দেয়। আইপিএল পরিবারে নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে আমি খুশি।’
Ish Sodhi – Team Liaison for #IPL2021 💗
Here’s how the Royals virtually welcomed him (back). 📲#HallaBol pic.twitter.com/hZLtfhMiEp
— Rajasthan Royals (@rajasthanroyals) February 26, 2021
আইপিএলে রাজস্থানের হয়ে খেলা সোধি ২৮ বছর বয়সে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বেশ কার্যকরী ক্রিকেটার হিসেবে পরিচিত। খেলেছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। ১৬৬ টি-টোয়েন্টি ম্যাচে শিকার করেছেন ১৮০টি উইকেট। তবে এবারের নিলামে তাকে কেউ দলভুক্ত করেনি।
আইপিএলের চতুর্দশ আসরে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। লিয়াজোঁ কর্মকর্তা হিসেবে সোধি পাবেন তার সাহচর্য।