আবারও ভারতের স্পিনে কাবু ইংল্যান্ড
আবারো আহমেদাবাদ, আবারো বল হাতে উজ্জ্বল অক্ষর পেটেল ও রবিচন্দ্রন অশ্বিন। দুই স্পিনারের ধারাল বোলিংয়ে চতুর্থ টেস্টেও দারুণ শুরু পেয়েছে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা ভারত। ইংল্যান্ডকে ২০৫ রানে গুঁড়িয়ে দিয়ে ২৪ রান জড়ো করতেই অবশ্য একটি উইকেট হারাতে হয়েছে বিরাট কোহলির দলকে।
টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। প্রথম সেশনে ৩টি এবং দ্বিতীয় সেশনে ২টি উইকেট হারানো সফরকারী দল শেষ সেশনে অলআউটই হয়ে পড়ে।
Also Read – পিএসএলে নিম্নমানের খাবার দেখে হেলসের মশকরা
দলের পক্ষে অর্ধশতক মাত্র একটি। বেন স্টোকস ৫৫ রানের ইনিংস খেলার পথে কোহলির সাথে বাদানুবাদে জড়িয়ে খানিক আলোচনার খোঁড়াকও এনে দিলেন। ড্যান লরেন্সের ৪৬, ওলি পোপের ২৯ কিংবা জনি বেয়ারস্টোর ২৮ রানের ইনিংস সান্ত্বনা হিসেবেই কাজ করেছে শুধু। ৬ ব্যাটসম্যানই পৌঁছাননি দুই অঙ্কের ঘরে, শেষদিকে ১০ রানে অপরাজিত জেমস অ্যান্ডারসনই কিনা ইনিংসের পঞ্চম সর্বোচ্চ স্কোরার!
ভারতের পক্ষে অক্ষর ৪টি ও অশ্বিন ৩টি উইকেট শিকার করেন। এছাড়া পেসার মোহাম্মদ সিরাজ ২টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট পেয়েছেন।
জবাবে খেলতে সহজ মঞ্চে পা মচকেছেন শুবমান গিল। স্কোরবোর্ডে কোনো রান তুলার আগেই তিনি সাজঘরে ফেরেন অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে। চেতেশ্বর পূজারাকে নিয়ে রোহিত শর্মা দিনের শেষভাগের ৬৯ বল পার করেছেন দেখেশুনেই। ১ উইকেটে ২৪ রান জড়ো করা ভারত এখনো পিছিয়ে আছে ১৮১ রানে, তবে স্পষ্টত দেখছে বড় লিডের স্বপ্ন। তবে ভীতি ছড়িয়েছেন অ্যান্ডারসন। অভিজ্ঞ পেসার ৫ ওভার বল করে কোনো রানই দেননি।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : ইংল্যান্ড
ইংল্যান্ড ১ম ইনিংস : ২০৫/১০ (৭৫.৫ ওভার)
স্টোকস ৫৫, লরেন্স ৪৬
অক্ষর ৬৮/৪, অশ্বিন ৪৭/৩, সিরাজ ৪৫/২
ভারত ১ম ইনিংস : ২৪/১ (১২ ওভার)
পূজারা ১৫*, রোহিত ৮*
অ্যান্ডারসন ০/১
ভারত ১৮১ রানে পিছিয়ে।