নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, নিরাপদে টাইগাররা
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। ৭.৩ মাত্রার ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতাও। তবে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে।

নিউজিল্যান্ডের উত্তর উপকূলে শুক্রবার (৫ মার্চ) এই ভূমিকম্প হয়, যা অনুভূত হয়েছে দেশটির বিভিন্ন এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৩। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত আড়াইটার দিকে অনুভূত হওয়া এই ভূমিকম্পের কারণে অবশ্য কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
তবে ভূমিকম্পের কারণে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত সুনামি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
Also Read – আইপিএলের প্রতি দলে একজন বাংলাদেশি চান রাজস্থানের চেয়ারম্যান
কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পৃথক দুটি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। ক্রাইস্টচার্চে অবস্থানরত সফরকারী দল নিরাপদে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘ভূমিকম্পের পর আমি ফোন দিয়েছিলেন। নিউজিল্যান্ডে এখন গভীর রাত, সবাই ঘুমে ছিল। তারা জানিয়েছে সবাই নিরাপদে আছে, ভূমিকম্প টের পায়নি।’
আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক লড়াই। তিনটি ওয়ানডের পর মাঠে গড়াবে সমান সংখ্যক টি-টোয়েন্টি।