তিন ফরম্যাটে ভিন্ন দুই অধিনায়ক পেল দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক নেতৃত্ব ছাড়ছেন, তা নিশ্চিত হওয়া গেছে আগেই। অপেক্ষা ছিল দেখার, তার স্থলাভিষিক্ত হন কে বা কারা। অবশেষে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের নতুন নেতার নাম ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

মাঠে ও মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না। ডি ককের মত অভিজ্ঞ পারফর্মারের হাতে নেতৃত্ব তুলে দিয়েও স্বস্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোদ ডি ককই জানিয়ে দিয়েছিলেন, অধিনায়কত্বের চাপ সামলাতে পারছেন না তিনি। কোচ বা বোর্ড কর্তারা তাই স্পষ্টত দিয়েছিলেন পরিবর্তনের ইঙ্গিত।
🚨 BREAKING NEWS
Also Read – “পুরো বিছানা কেঁপে উঠেছে, ভয়ে বাসায় জানাইনি”
🇿🇦 Top order batsmen Dean Elgar (Test) and Temba Bavuma (Limited Overs) will lead the #Proteas on the field#SeeUsOnThePitch pic.twitter.com/gHMlINTZEw
— Cricket South Africa (@OfficialCSA) March 4, 2021
অবশেষে সেই পরিবর্তন ঘটে গেল। ডি ককের বদলি হিসেবে টেস্টে ওপেনিং ব্যাটসম্যান ডিন এলগার এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মিডল অর্ডার ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে সিএসএ।
ডি কক তার অধিনায়কত্বে ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪টি টেস্ট, ৮টি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া ডি কক নেতৃত্বের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন, যার প্রভাব পড়ে তার পারফরম্যান্সেও।
“Dean has made no secret of his Test captaincy ambitions over the years and we are pleased to have a leader who is ready, willing and able to step up to the massive task of turning our Test cricket fortunes around.” – CSA Director of Cricket, Graeme Smith. pic.twitter.com/jM6NDlTAc2
— Cricket South Africa (@OfficialCSA) March 4, 2021
“We are confident that he will bring the same grit & determination to his captaincy as he has brought to his many performances on the field over many years.” – CSA Director of Cricket, Graeme Smith. pic.twitter.com/HGwp1rOlPK
— Cricket South Africa (@OfficialCSA) March 4, 2021