শুরুর বিপর্যয় কাটিয়ে আইরিশদের বিপক্ষে সাইফ-হৃদয়ের প্রতিরোধ
চট্টগ্রামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ ইমার্জিং দল। আয়ারল্যান্ড উলভস শুরুতে ভড়কে দিলেও অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছে স্বাগতিক দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের হয়ে ইনিংস সূচনা করতে নামেন সাইফ ও তানজিদ হাসান তামিম। দুইজন মিলে ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম।
Also Read – ক্রাইস্টচার্চের সেই মসজিদের সামনে গিয়ে বিষণ্ণ মুশফিক
১৯ বলে ১০ রান করে দলীয় ১৭ রানে তিনি মার্ক অ্যাডায়ারের শিকারে পরিণত হন। তার বিদায়ে ক্রিজে আসেন মাহমুদুল হাসান জয়। তাকে ঠিক পরের বলেই সাজঘরের পথ দেখান অ্যাডায়ার, এলবিডব্লিউর ফাঁদে ফেলে।
এরপর ইয়াসির আলীকে নিয়ে সাইফ যখন দেখেশুনে খেলছেন, তখন আবারো আঘাত হানে আইরিশরা; এবার রুহান প্রিটোরিয়াস। ইয়াসিরকে (২৪ বলে ৪) রকের ক্যাচে পরিণত করেন তিনি।
৩২ রানে ৩ উইকেট হারানোর পর তৌহিদ হৃদয়কে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন সাইফ। এই প্রতিবেদন লেখার সময় ১৭ ওভারে ৩ উইকেট হারানো বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৬০ রান। ৩৭ বলে ২৪ রান করে সাইফ ও ২১ বলে ১৮ রান করে হৃদয় অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : আয়ারল্যান্ড উলভস
বাংলাদেশ ইমার্জিং দল : ৬০/৩ (১৭ ওভার)
সাইফ ২৪*, হৃদয় ১৮*, তামিম ১০, ইয়াসির ৪, জয় ০
অ্যাডায়ার ১৬/২, প্রিটোরিয়াস ১৪/১