ম্যাচ চলাকালে করোনা পজিটিভ প্রিটোরিয়াস, সাইফ-আকবরদের খেলা বাতিল
চট্টগ্রামে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ও বিরল এক ঘটনা। বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস দলের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস। এরপর সাথে সাথে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়।
রুহান খেলেছিলেন দুই দলের চার দিনের প্রস্তুতি ম্যাচেও। বাংলাদেশে আসার পর রুটিনমাফিক করোনা পরীক্ষায় এতদিন নেগেটিভও ছিলেন। তবে সর্বশেষ করোনা পরীক্ষায় তার নমুনার ফলাফল পজিটিভ আসে।
Also Read – শুরুর বিপর্যয় কাটিয়ে আইরিশদের বিপক্ষে সাইফ-হৃদয়ের প্রতিরোধ
সর্বশেষ নমুনা পরীক্ষায় প্রিটোরিয়াসের পজিটিভ ফল যখন হাতে এসেছে, তখন আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলছে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০ ওভার ব্যাটিংও করে। ৪ উইকেট হারিয়ে ১২২ রান জড়ো করার পর বন্ধ হয়ে যায় খেলা।
বল হাতে এদিন উইকেটশিকারিও বনে যান প্রিটোরিয়াস। ২৪ বলে ৪ রান করে ধুঁকতে থাকা ব্যাটসম্যান ইয়াসির আলীকে সাজঘরে ফিরিয়েছিলেন ইনিংসের ১১তম ওভারে।
জরুরি পরিস্থিতিতে ম্যাচ অফিসিয়ালরা প্রথম ওয়ানডে বাতিল ঘোষণা করেছেন। আইরিশ ক্রিকেটাররা এখন তাদের হোটেলে ফিরে যাবেন। সিরিজের মাঝপথে করোনা হানা দেওয়ায় আর মাঠে দুই দলের ক্রিকেটাররা একসাথে অবস্থান করায় বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও জেগেছে শঙ্কা।