লাইভ : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ লিজেন্ডস
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লিজেন্ডস। প্রতিপক্ষ ভারত লিজেন্ডসের বিপক্ষে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আসর।
বাংলাদেশ দলের নেতৃত্বে রয়েছেন সাবেক কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক। ভারতের নেতৃত্বে রয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
Also Read – পান্টের শতকে ইংলিশদের শাসন করছে ভারত
টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি দল। বাংলাদেশ ও ভারত ছাড়াও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররা যার যার দেশের প্রতিনিধিত্ব করে খেলবেন এই টুর্নামেন্টে।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ লিজেন্ডস : মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ, আলমগীর কবির।
ভারত লিজেন্ডস : শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, জহির খান, মোহাম্মদ কাইফ, ইরফান পাঠান, নোয়েল ডেভিড, মুনাফ পেটেল, মানপ্রীত গণি, নমান ওঝা, প্রজ্ঞান ওঝা ও ইউসুফ পাঠান।