Published by: Suparna Majumder | Posted: March 6, 2021 12:11 pm| Updated: March 6, 2021 12:13 pm

রূপায়ন গঙ্গোপাধ্যায়: রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ব্রিগেড বেশ তারকাখচিত হতে চলেছে। এমনই আভাস মিলছে। আর সূত্রের খবর মানলে, সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar)।
নির্বাচনের আগে বিজেপির (BJP) ব্রিগেড। মধ্যমণি নরেন্দ্র মোদি। ফলে সেই জনসভায় জনস্রোতের অভাব যাতে না হয় সেজন্য সমর্থকদের আনতে ট্রেন ভাড়া নিচ্ছে দল। ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ব্রিগেড গ্রাউন্ড সাজানো হয়েছে। শোনা গিয়েছে, সেখানেই অক্ষয় কুমার উপস্থিত হবেন। তবে প্রধানমন্ত্রী মোদির হয়ে কি বক্তব্য রাখবেন বলিউডের খিলাড়ি? সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই বাংলার ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর বিজেপি ব্রিগেডে উপস্থিত থাকার গুঞ্জন শোনা গিয়েছে। মিঠুনের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও শোনা গিয়েছে। আরেকটি সূত্র থেকে আবার দাবি করা হয়েছে, কলকাতায় শুটিং করতে এসেছেন মিঠুন। বিজেপির আমন্ত্রণে মঞ্চে অতিথি হিসেবেই কেবল উপস্থিত থাকবেন। উপস্থিত থাকতে পারেন প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির সাংসদ গৌতম গম্ভীরও।
বিস্তারিত আসছে…
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ