দিলশান-থারাঙ্গার ঝড়ো ব্যাটিংয়ে ম্লান লারার অর্ধশতক
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা লিজেন্ডস। আসরে এটি লঙ্কান কিংবদন্তিদের দ্বিতীয় জয়।
রায়পুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান জড়ো করে ক্যারিবীয়রা। দলের পক্ষে অর্ধশতক হাঁকান ব্রায়ান লারা। ৪৯ বলের মোকাবেলায় ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি, হাঁকিয়েছেন ৮টি চার।
Also Read – ভারতকে ‘এশিয়ার সেরা দল’ বললেন পাকিস্তানের কানেরিয়া
এছাড়া অন্যান্যদের মধ্যে ডোয়াইন স্মিথ ২৭ বলে ৪৭ রান করেন, হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা। ১৫ বলের মোকাবেলায় ১৯ রান আসে উইলিয়াম পার্কিন্সের ব্যাট থেকে। ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন টিনো বেস্ট।
শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট শিকার করেন তিলকরত্নে দিলশান ও চিন্থাকা জয়াসিংহে।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই লঙ্কানদের ৪৫ রান এনে দেন দুই ওপেনার দিলশান ও সনাথ জয়াসুরিয়া। ১৪ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন জয়াসুরিয়া। এরপর দিলশানের সাথে দলের হাল ধরেন উপুল থারাঙ্গা।
৮টি চারের সহায়তায় ৩৭ বলে ৪৭ রান করে দিলশান বিদায় নিলেও থারাঙ্গা অর্ধশতকের পাশাপাশি নিশ্চিত করেন দলের জয়। চামারা সিলভার ১৫ বলে ২২ রানের ইনিংসে ভর করে দলকে ৫ উইকেটের জয় এনে দেন ১ ওভার হাতে রেখেই। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকা থারাঙ্গাও হাঁকান ৮টি চার।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টিনো বেস্ট ও সুলেমান বেন শিকার করেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
টস : শ্রীলঙ্কা লিজেন্ডস
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস : ১৫৭/৪ (২০ ওভার)
লারা ৫৩*, স্মিথ ৪৭
জয়াসিংহে ৮/১, দিলশান ২৮/১
শ্রীলঙ্কা লিজেন্ডস : ১৬০/৫ (১৯ ওভার)
থারাঙ্গা ৫৩*, দিলশান ৪৭
বেন ১৯/২, বেস্ট ২২২
ফল : শ্রীলঙ্কা লিজেন্ডস ৫ উইকেটে জয়ী।