শহীদ আফ্রিদির জামাতা হচ্ছেন শাহীন আফ্রিদি
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। দুই পক্ষের সম্মতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম।
আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির বয়স এখন ২০। পাকিস্তান জাতীয় দল মাতানো শাহীনেরও এখন একই বয়স। দুইজনের গোত্রও একই। দুই পক্ষের পরিবারের সম্মতিতে তাই ঠিক করা হয়েছে বিয়ে।
Also Read – মুস্তাফিজের রাজস্থানই আইপিএলে সবচেয়ে তরুণ
বিয়ে অবশ্য এখন হবে না। শাহীনের পরিবারের প্রস্তাব গ্রহণ করেছে শহীদ আফ্রিদির পরিবার। আকসার পড়ালেখা সম্পন্ন হওয়ার পর শাহীনের ঘরের বউ হয়ে যাবেন তিনি। তার আগে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে রাখা হবে।
২০ বছর বয়সী পেসার শাহীন ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন। এখন অবধি ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
With permission from both families, I would like to clarify the engagement rumours between Shaheen Afridi and the daughter of Shahid Afridi. The proposal has been accepted; it is thought that a formal engagement will be done within 2 yrs,following the completion of her education.
— Ihtisham Ul Haq (@iihtishamm) March 6, 2021
Shaheen Shah Afridi Has Engaged With Shahid Afridi’s Daughter ♥️
Congratulations To Shaheen Afridi ❤️ 😍 pic.twitter.com/B4omSc81qP— Nabeel Tweets (@Nabeel___tweets) March 6, 2021
But well all my love and prayers to new couple 💕
Shaheen Afridi will be son in law to Shahid Afridi 😍❤ kamal hogya yaar.— 🍃 (@DisasterrQueen) March 6, 2021