মুস্তাফিজদের আইপিএল মিশন শুরু ১২ এপ্রিল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে ৭ মার্চ। ঘোষিত সূচি অনুযায়ী আইপিএল শুরু হবে আগামী ৯ এপ্রিল। রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল।
বিদেশি এক ঝাঁক তারকাকে নিয়ে এবার শক্তিশালী দল গড়েছে রাজস্থান। বিগত আসরের ব্যর্থতা ঘোচাতে দলে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এবার রাজস্থানের হয়েই খেলবেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
Also Read – পাইলটের প্রতি ‘স্পোর্টসম্যানশিপ’ দেখিয়ে প্রশংসায় ভাসছেন পিটারসেন
১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রাজস্থানের আইপিএল মিশন। লিগ পর্বে মুস্তাফিজরা নিজেদের শেষ ম্যাচ খেলবেন ২২ মার্চ।
রাজস্থান রয়্যালস স্কোয়াড : সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল তেভাটিয়া, মহিপাল লোমরোর, কার্তিক ত্যাগী, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্দে, যশস্বী জাইসওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোহরা, ক্রিস মরিস, শিভম দুবে, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদ্বীপ যাদব, আকাশ সিং।
চতুর্দশ আইপিএলে রাজস্থান রয়্যালসের খেলার সূচি
ম্যাচ ক্রমিক | তারিখ | ভেন্যু | ম্যাচ | ম্যাচ শুরু (বাংলাদেশ সময় অনুযায়ী) |
৪ | ১২ এপ্রিল | মুম্বাই | রাজস্থান বনাম পাঞ্জাব | রাত ৮টা |
৭ | ১৫ এপ্রিল | মুম্বাই | রাজস্থান বনাম দিল্লী | রাত ৮টা |
১২ | ১৯ এপ্রিল | মুম্বাই | চেন্নাই বনাম রাজস্থান | রাত ৮টা |
১৬ | ২২ এপ্রিল | মুম্বাই | ব্যাঙ্গালোর বনাম রাজস্থান | রাত ৮টা |
১৮ | ২৪ এপ্রিল | মুম্বাই | রাজস্থান বনাম কলকাতা | রাত ৮টা |
২৪ | ২৯ এপ্রিল | দিল্লী | মুম্বাই বনাম রাজস্থান | বিকাল ৪টা |
২৮ | ২ মার্চ | দিল্লী | রাজস্থান বনাম হায়দরাবাদ | বিকাল ৪টা |
৩২ | ৫ মার্চ | দিল্লী | রাজস্থান বনাম চেন্নাই | রাত ৮টা |
৩৬ | ৮ মার্চ | দিল্লী | রাজস্থান বনাম মুম্বাই | রাত ৮টা |
৪০ | ১১ মার্চ | কলকাতা | দিল্লী বনাম রাজস্থান | রাত ৮টা |
৪৩ | ১৩ মার্চ | কলকাতা | হায়দরাবাদ বনাম রাজস্থান | রাত ৮টা |
৪৬ | ১৬ মার্চ | কলকাতা | রাজস্থান বনাম ব্যাঙ্গালোর | বিকাল ৪টা |
৪৯ | ১৮ মার্চ | ব্যাঙ্গালোর | কলকাতা বনাম রাজস্থান | রাত ৮টা |
৫৪ | ২২ মার্চ | ব্যাঙ্গালোর | পাঞ্জাব বনাম রাজস্থান | রাত ৮টা |