রিয়াদের কণ্ঠে ‘অ্যাটাকিং ক্রিকেট’ খেলার প্রত্যয়
বাংলাদেশ দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে করোনা মহামারী পৃথিবীতে ছড়িয়ে পড়ারও আগে। এরপর ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেললেও জাতীয় দল দীর্ঘদিন পর টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষে সেই সিরিজে আক্রমণাত্মক হয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। অতীত ইতিহাস বলছে- যে ফরম্যাটেই খেলা হোক না কেন নিউজিল্যান্ডের মাটিতে জিততে পারে না টাইগাররা। রিয়াদ এবার সেই অনাকাঙ্ক্ষিত ধারা ভাঙতে চান।
Also Read – নিউজিল্যান্ডের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট টাইগাররা
নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কঠিন- এই বাস্তবতা মেনে নিয়ে রিয়াদ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময় চ্যালেঞ্জিং এটা আমরা সবাই জানি। আমাদের জন্য এত সহজ হবে না। দলীয়ভাবে ভালো করতে হবে আমাদের, তিন বিভাগেই ভালো করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে কিউইরা ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। তাদের এই সাফল্য বাংলাদেশের জন্য যেন অশনিসংকেত। তাই রিয়াদ কিউইদের অস্ট্রেলিয়া-বধ নিয়ে না ভেবে নিজেদের খেলায় দ্রিস্তি রাখছেন। জানালেন, আক্রমণাত্মক ক্রিকেটই ভালো ফল এনে দেবে দলকে।
রিয়াদ বলেন, ‘নিউজিল্যান্ড খুব ভালো ফর্মে আছে। অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। এই জিনিসগুলো মাথায় না এনে নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতার দিকে মনোযোগ দিলে ভালো হবে। অ্যাটাকিং (আক্রমণাত্মক) ক্রিকেট খেলার মন-মানসিকতা থাকলে ইনশাআল্লাহ ভালো করব।’