শ্রীলঙ্কা সফরের দলে ‘৩’ নতুন পেসার, ফিরেছেন শুভাগত
শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি এমন ক্রিকেটার রয়েছেন চারজন। এদের মধ্যে পেসারই রয়েছেন তিনজন। এছাড়া দীর্ঘদন পর ডাক পেয়েছেন শুভাগত হোম চৌধুরী।
Also Read – চন্ডিকাকেই উপযুক্ত কোচ ভাবেন সুজন
দুই টেস্ট ম্যাচ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কার বিমান ধরবে এ ২১ জন ক্রিকেটার। এরপর সেখানে দেওয়া হবে চূড়ান্ত স্কোয়াড।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হ (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম, কাজী নুরুল হোসেন।