latest

চেন্নাইয়ের জার্সিতে ধোনির ‘ডাইভ’ দেখে ক্ষোভের আগুনে পুড়ছেন ভারতীয়রা


চেন্নাইয়ের জার্সিতে ধোনির ‘ডাইভ’ দেখে ক্ষোভের আগুনে পুড়ছেন ভারতীয়রা

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ‘ডাইভ’ দিয়ে ক্রিকেট বিশ্বকে জানান দিলেন এই বয়সে এখনো কতটা ফিট মহেন্দ্র সিং ধোনি। তবে তাঁর ডাইভ দেখে কেউ প্রশংসা করছেন আবার কেউ করছেন সমলোচনা।

গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং চলাকালীন ১৪.২ ওভারে কভারের সামনে ঠেলে একরান নিতে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। তবে অর্ধেক ক্রিজ চলে আসলেও তাঁকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। রান-আউট থেকে বাঁচতে বাজ পাখির মতো ডাইভ দিতে দেখা যায় ধোনিকে।

Also Read – চাইলেই ব্রাভোকে ‘মানকাডিং’ করতে পারতেন মুস্তাফিজ?

তবে আইপিএলে এমন ডাইভ দিতে দেখে ফের একবার সমলোচনার মুখে পড়েছেন চেন্নাইয়ের এই অধিনায়ক। মূলত তাঁর ডাইভ দেখে নিঃসন্দেহে মনে পড়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালের ম্যাচটির কথা। যেখানে গাপটির করা থ্রোতে রান আউট হন ধোনি। সেবার ধোনি ডাইভ দিলেই হয়তো বিশ্বকাপের ফাইনালে খেলতে পারত ভারত।

তবে ভারতের জার্সি গায়ে ডাইভ না দিয়ে আইপিএলে ‘ডাইভ’ দিয়ে দর্শকদের কঠোর সমলোচনার মুখে পড়েছেন তিনি। নেটিজেনদের মতে আইপিএল টাকার খেলা বলেই এমন ডাইভ দিয়ে সাহস করেছেন ধোনি! তবে অনেকেই আবার বেশ প্রশংসাও করেছেন।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: