latest

কোহলি নাকি উইলিয়ামসন ‘সেরা’ : ব্যাঙ্গাত্মক যুক্তি দেখালেন ভন


কোহলি নাকি উইলিয়ামসন ‘সেরা’ : ব্যাঙ্গাত্মক যুক্তি দেখালেন ভন

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে খোঁচাখুঁচির অভ্যাসটা নতুন নয় মাইকেল ভনের। ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটার সম্প্রতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মন্তব্যকালে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। 

বাংলাদেশি সমর্থককে 'জবাব' দিলেন ভন
গত ফেব্রুয়ারিতে দুইয়ের মাঝে তুলনায় কোহলির চেয়ে ইংলিশ অধিনায়ক জো রুটকে এগিয়ে রেখেছিলেন ভন। ফাইল ছবি

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। দুই দলের অধিনায়কের মধ্যে ভন এগিয়ে রেখেছেন কেন উইলিয়ামসনকে। একইসাথে তার দাবি, সার্বিক বিচারে দুইজনের মধ্যে উইলিয়ামসনই এগিয়ে অথবা অন্তত সমকক্ষ। কিন্তু কোহলি ভারতীয় বলে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর অনুসারী আছে দেখে তাকেই সবাই সেরা হিসেবে বিচার করেন- এমন অভিমত ভনের।

তিনি বলেন, ‘উইলিয়ামসন ভারতীয় হলে ওকেই সেরা ক্রিকেটার বলা হত। কিন্তু ও তো ভারতের ক্রিকেটার নয়। আবার এই নিয়ে কিছু বললে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাবে। আপনাকে কোহলিকেই সেরা ক্রিকেটার বলতে হবে। এতে বেশি লাইক পড়বে, ফলোয়ারের সংখ্যা বাড়বে।’

Also Read – ‘৩৪’ এই অবসরে ইংলিশ পেসার গার্নে

ভন বলেন, ‘আমার মতে, ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে কেন উইলিয়ামসনই সেরা। ও যেভাবে খেলে, ঠান্ডা মাথা, ভদ্র ব্যবহার, নিজের কৃতিত্ব নিয়ে ওকে বরাবর চুপ থাকতেই দেখেছি।’

ভন এতটুক বলেই থামতে পারতেন। কিন্তু এরপর টেনে এনেছেন ইনস্টাগ্রাম অনুসারীর কথা। ইনস্টাগ্রাম মূলত তারকাদের প্ল্যাটফর্ম, তারাই এই মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে। কোহলি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে।

ভনের মতে, উইলিয়ামসন ইনস্টাগ্রামে পিছিয়ে, আর নিজ দেশের গণমাধ্যম তাকে নিয়ে এত কথাও বলে না- এসব কারণেই তাকে কোহলির সমকক্ষ বলে মনে হয় না।

ভন বলেন, ‘উইলিয়াসনের সাফল্য নেহায়েত কম নয়। এ কথা নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে বলার জন্য বলা নয়। আমার মতে, তিন ফরম্যাট মিলিয়ে সেরা উইলিয়ামনই এবং বিরাট কোহলিরই সমকক্ষ। তবে কোহলির মতো ইনস্টাগ্রামে ওর ১ কোটি ফলোয়ারও নেই বা স্পনসরদের থেকে ৩০-৪০ মিলিয়ন ডলার আয়ও করে না।’Source link