latest

তিন ম্যাচের ফাইনালের সুফল তুলে ধরলেন শাস্ত্রী


তিন ম্যাচের ফাইনালের সুফল তুলে ধরলেন শাস্ত্রী

দরজায় কড়া নাড়ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল ম্যাচ। তার আগেই ভেসে আসছে নানা মুনির নানা মত। তিন ম্যাচের ফাইনালের দাবি প্রথম তুলেছিলেন কপিল দেব। এবার কপিলের সাথেই সুর মিলিয়ে এর সুফলও তুলে ধরলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

তিন ম্যাচের ফাইনালের সুফল তুলে ধরলেন শাস্ত্রী
রবি শাস্ত্রী

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব দাবি করেছিলেন তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের। তারপরেই আলোচনায় আসে তিন ম্যাচের ফাইনাল ইস্যুটি। সেই সুরেই সুর মিলিয়েছেন শাস্ত্রীও। তার মতে তিন ম্যাচের ফাইনাল আয়োজনই হবে উপযুক্ত সিদ্ধান্ত। শাস্ত্রীর শঙ্কা এক ম্যাচের ফাইনালে যেকোনো একটি দলের বেশি সুবিধা পেতে পারে।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে আইসিসির এই উদ্যোগ প্রশংসনীয়। তারা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, তাহলে তিন ম্যাচের ফাইনাল আয়োজনই সবচেয়ে ভালো উপায় হবে। সেটা হলে দুই দলের জন্যই ভালো হবে, এক টেস্ট হলে যেকোনো এক দল বেশি সুবিধা পেতে পারে। তখন দেখবেন দুই বছর পর পর সবাই এই তিনটি টেস্ট দেখার জন্যই অপেক্ষা করবে।’

Also Read – বায়োবাবলে মানসিক দৃঢ়তা নিয়ে সন্দিহান কোহলি

আগামী আসরগুলোতে তিন ম্যাচের ফাইনাল আয়োজনের জন্য আইসিসির ব্যবস্থা নেওয়ার পথও বাতলে দিয়েছেন তিনি, ‘তিন ম্যাচের ফাইনাল আয়োজন করতে হলে অবশ্য আইসিসিকে আবার নতুন করে ক্রীড়া সূচি সাজাতে হবে। তবে টেস্ট খেলেড়ু দলগুলোর সাথে আলোচনা করে সেটা করা যেতেই পারে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানাতে শাস্ত্রী বলেন,

‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল হতে যাচ্ছে এটি। যেকোনো জিনিসের প্রথমটিতেই অনেক উত্তেজনা থাকে। তাছাড়া এটি আবার টেস্ট ক্রিকেট, এখানে শক্তি, বুদ্ধি ও সক্ষমতার পরিচয় দিতে হবে। দুই দলের জন্যই বড় একটি ম্যাচ। ক্রিকেটের সবচেয়ে কঠিন মঞ্চ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।’Source link