latest

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য ১২ সদস্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. সাইফুল ইসলামকে সভাপতি এবং মো. নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৩১ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদী এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্য সদস্যের মধ্যে সহ সভাপতি হয়েছেন—মো. আহমেদ মুনতাকিম চৌধুরী, তূর্যয় দাস ও মো. নিয়ামুল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন—সৈম্যজিৎ দে, মো. রুহুল ইসলাম, এহসানুল হায়দায় অসীম ও মো. তৌহিদুল ইসলাম নাদীদ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন—মো সাইফুল ইসলাম শাহাদাত, সীমান্ত মজুমদার এবং এমরান হোসেন রনি।

সারাবাংলা/এসএসএ

Source link