latest

মধ্যপ্রাচ্যেই চলে যাচ্ছে বিশ্বকাপের আসর!


মধ্যপ্রাচ্যেই চলে যাচ্ছে বিশ্বকাপের আসর!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। টুর্নামেন্টটি কোথায় আয়োজিত হবে সেই সিদ্ধান্তই এখনো চূড়ান্ত হয়নি। তবে আইসিসির এক উচ্চ পদস্থ কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তারা ধরে নিয়েছেন বিশ্বকাপ আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

২০২৭ বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা!

মে মাসের প্রথম সপ্তাহে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। স্থগিত টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে বিসিসিআই। ভারতের করোনা পরিস্থিতির বর্তমান ভয়বহতার কারণে সেপ্টেম্বরে আইপিএল মধ্যপ্রাচ্যে আয়োজিত হবে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে সেই সিদ্ধান্ত এখনো জানায়নি বিসিসিআই। সিদ্ধান্ত না জানালেও তাদের দাবি থেকে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যেই চোখ রাখছে তারাও।

Also Read – আমিরকে দলে ফেরাতে উদ্যোগ নিচ্ছে পিসিবি

আইসিসির এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘হ্যা, বোর্ড সভায় বিসিসিআই ৪ সপ্তাহ সময় নিয়েছিল। এটাও বলেছিল যে বিশ্বকাপের আসর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজন হলে তাদের সমস্যা নেই তবে তারাই আয়োজক থাকতে চান।’

সংযুক্ত আরব আমিরাতের সাথে ওমানকেও যুক্ত করার কারণ আইপিএল শেষে সময় নিয়ে আমিরাতের মাঠগুলোকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা। এই ব্যাপারে তিনি বলেন,

‘১০ অক্টোবরের ভেতর আইপিএল শেষ হয়ে যাবে এবং তারপরে নভেম্বরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ মাঠগুলো বৈশ্বিক আসরের জন্য প্রস্তুত করতে ৩ মাস সময় পাওয়া যাবে। এর মাঝে বিশ্বকাপের প্রথম সপ্তাহের খেলা ওমানে হতে পারে।’

এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও বিশ্বকাপ মধ্যপ্রাচ্যে আয়োজনের ব্যাপারে আইসিসি কীভাবে এত আত্মবিশ্বাসী হলো সেটাও বুঝতে বাস্তবতায় চোখ রাখতে বলেন তিনি,

‘বাস্তবতা দেখুন, ভারতে এখন যত আক্রান্ত হচ্ছে, এপ্রিলের শেষে তা ছিল তিন ভাগের এক ভাগ। কিন্তু ২৮ জুন সভায় বসে যদি আপনি বলেন, আমরাই আয়োজন করবে তাহলে আপনি কীভাবে নিশ্চিত হবেন যে অক্টোবরে আবার তৃতীয় ঢেউ আসবে কিনা। ১৬ দলের কেউ একজন যদি করোনায় আক্রান্ত হয় তখন কী করবেন? এটা তো আইপিএল না যে বদলি খেলোয়াড় পেয়ে যাবেন।’Source link