latest

সেরা দল নিয়েই জিম্বাবুয়ে যেতে চান নির্বাচকরা


সেরা দল নিয়েই জিম্বাবুয়ে যেতে চান নির্বাচকরা

বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটেরই ম্যাচ খেলবে টাইগাররা। টানা আন্তর্জাতিক খেলার সূচিতে পা রাখার আগে এই সিরিজে সেরা দল নিয়েই লড়তে চান বাংলাদেশ দলের নির্বাচকরা।

নির্বাচক হিসেবে চুক্তি বাড়ছে নান্নু-বাশারের

যদিও গুঞ্জন আছে, জিম্বাবুয়ে সফরে ছুটি চাইছেন একাধিক সিনিয়র ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের কেউ টেস্টে, কেউ টি-টোয়েন্টিতে খেলতে নারাজ। নির্বাচকরা অবশ্য বারবার একই কথা জানালেন- তাদের কাছে এখনও ছুটি চাননি কেউ। দিন দুয়েক আগে আব্দুর রাজ্জাকের এমন বক্তব্যের পর এবার একই দাবি আরেক অভিজ্ঞ নির্বাচক হাবিবুল বাশারের।

Also Read – ‘পারফরম্যান্স’ এবং ‘ভবিষ্যৎ’ বিবেচনা করে কেন্দ্রীয় চুক্তি

বাশার তাই আশাবাদী, সেরা দল নিয়েই টাইগাররা লড়বে জিম্বাবুয়ের বিপক্ষে। তিনি বলেন, ‘এখনও আমাদের কোনো খেলোয়াড় এরকম কিছু বলেনি। এখন পর্যন্ত আমরা জিম্বাবুয়ে সফরে সম্ভাব্য সেরা দল নিয়ে যাওয়ার বিষয় মাথায় নিয়ে আগাচ্ছি।’

তবে একইসাথে তাদের ভাবাচ্ছে জৈব সুরক্ষা বলয়, কোয়ারেন্টিন এসব বিষয়ের ক্লান্তি। তাই ক্রিকেটারদের জন্য রোটেশন পলিসি চালু করা যায় কি না এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মত দলগুলো রোটেশন পলিসির মাধ্যমে খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে যাচাই করে নিচ্ছে তরুণ ক্রিকেটারদের।

বাশার জানালেন, এমন পরিকল্পনা আছে তাদেরও, তবে এ মুহূর্তে বিষয়টি নিয়ে ভাবতে নারাজ তিনি, ‘আমাদের এই বছর অনেক খেলা আছে। এত খেলার চেয়ে বেশি সমস্যা বায়োবাবল। বায়োবাবলে থেকে টানা ছয়-সাত মাস খেলা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। খেলোয়াড়দের জন্য কাজটা সহজ নয়। এই মুহূর্তে আমরা জিম্বাবুয়ে সফর নিয়ে ভাবছি না। তবে বিষয়টা আমাদের মাথায় আছে। যখন সামনে আসবে তখন এটা নিয়ে আলোচনা করব।’

ক্রিকেটাররা কোনো সিরিজে খেলতে অনাগ্রহী হলে বা ছুটি চাইলে তা গণমাধ্যমে প্রকাশ পেলেও অনেকাংশেই অবহিত না থাকার দাবি করেন দায়িত্বশীলরা। সেক্ষেত্রে রোটেশন পলিসি চালু করলে কোনো খেলোয়াড়ের ইচ্ছা-অনিচ্ছার বিষয়টির দেখভাল কতখানি হবে এমন প্রশ্ন অবান্তর নয়। বাশার অবশ্য জানালেন, সবাই মিলেই নিতে হবে এসব সিদ্ধান্ত, ‘যদি এরকম কিছু হয় তা বোর্ড, নির্বাচক, ক্রিকেটার সবাই মিলেই হবে।’ Source link