latest

গ্যাব্রিয়েল-ব্রাভোকে ছাড়াই চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা


গ্যাব্রিয়েল-ব্রাভোকে ছাড়াই চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট দলের নির্বাচক। দলে চমক হিসেবে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী পেসার জেডেন সিলস।

টেস্ট দলে ডাক পেলেন শাই হোপ। ছবিঃ এএফপি

একদিন পরই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজের ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এতদিন প্রাথমিক দল নিয়ে অনুশীলন করেছে ক্যারিবীয় দল। তবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের টেস্ট দলে ডাক পেলেন ১৯ বছর বয়সী পেসার সিলস। লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেনীর ক্রিকেটে তেমন অভিজ্ঞতা না থাকলেও বল হাতে পেস এবং উইকেট নেওয়ার সক্ষমতার উপর ভিত্তি করে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তাঁকে। দীর্ঘ সময় পর দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান শাই হোপ।

Also Read – ‘৬’ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বসছে বিসিবির বোর্ড সভা

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন ফর্মহীনতার কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি তাঁকে। তবে সম্প্রতি লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্সের জোরে টেস্ট দলে ডাকা হয়েছে হোপকে। এছাড়াও ডাক পেয়েছেন কাইরন পাওয়েল।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই ব্যাটসম্যান। দলের ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়াতে দলে রাখা হয়েছে পাওয়েলকে। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই দলটির মূল পেসার শ্যানন গ্যাব্রিয়েল। মূলত ইনজুরির কারণে রাখা হয়নি তাঁকে। এছাড়া ডাকা পাননি ড্যারেন ব্রাভো।

আগামী ১০ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ১৪ জুন শেষ হয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৮ জুন, একই ভেন্যুতে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট দলের নির্বাচক। দলে চমক হিসেবে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী পেসার জেডেন সিলস।

একদিন পরই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজের ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এতদিন প্রাথমিক দল নিয়ে অনুশীলন করেছে ক্যারিবীয় দল। তবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের টেস্ট দলে ডাক পেলেন ১৯ বছর বয়সী পেসার সিলস। লিস্ট ‘এ’ কিংবা প্রথম শ্রেনীর ক্রিকেটে তেমন অভিজ্ঞতা না থাকলেও বল হাতে পেস এবং উইকেট নেওয়ার সক্ষমতার উপর ভিত্তি করে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তাঁকে। দীর্ঘ সময় পর দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান শাই হোপ।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন ফর্মহীনতার কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি তাঁকে। তবে সম্প্রতি লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্সের জোরে টেস্ট দলে ডাকা হয়েছে হোপকে। এছাড়াও ডাক পেয়েছেন কাইরন পাওয়েল।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই ব্যাটসম্যান। দলের ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়াতে দলে রাখা হয়েছে পাওয়েলকে। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই দলটির মূল পেসার শ্যানন গ্যাব্রিয়েল। মূলত ইনজুরির কারণে রাখা হয়নি তাঁকে। এছাড়া ডাকা পাননি ড্যারেন ব্রাভো।

আগামী ১০ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ১৪ জুন শেষ হয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৮ জুন, একই ভেন্যুতে।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দলঃ

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, রোস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, কাইরন পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস।Source link