latest

শিশু তামান্নার অভিভাবককে খুজঁছে পুলিশ


ডিএমপি নিউজঃ হারিয়ে যাওয়া শিশু তামান্নার (১২) অভিভাবককে খুজঁছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

তার গায়ের রং শ্যাম বর্ণ ও উচ্চতা ৪ ফিট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল অরেঞ্জ কালালের ট্রপস এবং মিস্টি রঙ্গের টাইস ।

মঙ্গলবার (৮ জুন, ২০২১) রাত ১১:৪৫ টায় বিজয় শ্মরনী ফুট ওভার ব্রীজের নিচ থেকে তামান্নাকে উদ্ধার করে ডিউটিরত তেজগাঁও থানা পুলিশ। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তার বাবার নাম মোঃ দুলাল মিয়া ও মাতার নাম সাজিয়া বেগম বলে জানায়। এ সংক্রান্তে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি নং-৪৫৫, তারিখ-০৯/০৬/২০২১) করা হয়েছে।

উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

Source link