latest

৩ আসনের উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ১৪ জুলাই অনুষ্ঠেয় ৩টি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীদল জাতীয় পার্টি।

বুধবার (৯ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগ্রহীদের সাক্ষাৎকার শেষে তিনটি আসনের জন্য মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট-৩ আসনে মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিন।

মনোনয়ন বোর্ডের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Source link