Published by: Sulaya Singha | Posted: January 11, 2021 4:29 pm| Updated: January 11, 2021 4:29 pm

ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সংসারে এল নতুন অতিথি। মুম্বইয়ের একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা। টুইট করে নিজেই এই সুসংবাদ দিলেন ভারত অধিনায়ক।
এদিন সকালেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আসেন অনুষ্কা এবং বিরাট। সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী। এরপর টুইট করে বিরাট নিজেই ভক্তদের সুখবর শোনান। লেখেন, ‘‘আপনাদের জানাতে চাই এদিন বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনুষ্কা এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে।’’
— Virat Kohli (@imVkohli) January 11, 2021